Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজানে জনসম্মুখে খাওয়ায় ৮০ জনকে আটক করল পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৫:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রমজানের দিন জনসম্মুখে খাওয়ার অভিযোগে ৮০ জনকে আটক করেছে ইসলামিক শরিয়া পুলিশ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি রাজ্যে এ ঘটনা ঘটেছে।

আটককৃতদের সকলেই মুসলিম। অমুসলিমদের যেহেতু ইসলামের নিয়ম-কানুন মানতে হয় না, তাই এই অভিযানে কর্তৃপক্ষ অমুসলিমদের লক্ষ্যবস্তু করে না দেশটির পুলিশ।

রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বীদের যে কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার কথা।

উত্তর নাইজেরিয়ার যেসব রাজ্যে ২০০০ সালের পর থেকে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি। দেশটির ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও আংশিকভাবে বাস্তবায়ন করা হয়।

কানো রাজ্যের হিসবাহ মুখপাত্র আদামু ইয়াহইয়া বলেন, আটককৃতদের কয়েকজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না। আর অন্যান্যরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তবে কর্তৃপক্ষ তাদের সবার যুক্তিকেই ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রথমবার আইন ভাঙায় আটককৃত ৮০ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয় বলে জানান ইয়াহইয়া। তাদেরকে সাবধান করে দেয়া হয় যে, এরপর যদি তারা ধরা পড়ে তাহলে তাদের আদালতেও পাঠানো হতে পারে।

Bootstrap Image Preview