Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশু অপহরণ মামলায় ২ জনের মৃত্যদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকার বাসীন্দা আবির নামের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডসহ আট জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুবনাল।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক খাদেম উল কায়েস এ রায় ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার মতিউর রহমান।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- মশিউর রহমান মণ্টু (৪০) এবং মিজানুর রহমান ওরফে মিজান মাতুব্বর (৩৫)।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- মোঃ রেজাউল করিম (৩৬), নজরুল ইসলাম (৩২), আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩৮), ইকবাল হোসেন শুভ (২৮), সজীব আহম্মেদ কামাল উদ্দীন (৪৭), মোঃ আলিম হোসেন চন্দন চঞ্চল (২৭), কাউসার মৃধা (২৫) ও রেজা মৃধা (৩০)।

অপর দুই আসামি জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ও শাহ মোহাম্মদ আলিউল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে ক্যান্টনমেন্ট এলাকার শিশু আবির নিজ বাসা থেকে উত্তরায় যায়। উত্তরা থেকে ক্যান্টনমেন্টার বাসায় ফেরার পথে বনানী ওভারব্রিজের নিচ থেকে আসামিরা তাকে অপহরণ করে পরিবারের কাছ থেকে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

২ কোটি টাকা মুক্তিপণ দেয়ার পরও আস্মিরা আবিরকে মুক্তি না দিলে তার পরিবার বিষয়টি র‍্যাবকে অবগত করার পর র‍্যাব আবিরকে উদ্ধার করে। সে সময় আসামিদের কাছ থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকাও উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় আবিরের পরিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview