Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বোমারু বিমানে পাখির ধাক্কা, ক্ষতি ১৭ কোটি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাপানের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ বোমারু বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে। যার আর্থিক পরিমাণ ২০ লাখ ডলারের বেশি। তবে এই ঘটনায় বিমানের পাইলটের কোন ক্ষয়ক্ষতি  হয়নি।

বুধবার (১৫ মে)  ইউএস মেরিন কোরের এক বিবৃতিতে একথা বলা হয়। 

বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ মে ইউএস মেরিন কোর এয়ার স্টেশন ইওয়াকুনি থেকে উড্ডয়নের সময় মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১২ এর এফ-৩৫ বোমারু বিমানের সাথে পাখির ধাক্কা লাগলে এটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে।

এতে ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণভাবে নিরূপন করা সম্ভব না হলেও মেরিন কোর প্রাথমিকভাবে ধারণা করছে, এতে ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ কোটি টাকা।

১৯৯০ এর দশকে প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে এফ-৩৫ প্রোগ্রামটি শুরু হয়। এটি পেন্টাগনের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র।

Bootstrap Image Preview