Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামিনে মুক্তি পেলেন কবি হেনরী স্বপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কবি হেনরী স্বপন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহাম্মেদ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স লাকা বালি গোমেজ বাদী হয়ে গত মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন ফাদার লরেন্স লাকা বালি গোমেজ।

ওইদিন দুপুরে নগরের চৌমাথা এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বরিশাল নগর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মারুফ আহমেদের আদালতে হাজির করা হলে তিনি তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

হেনরী স্বপনকে গ্রেপ্তার করার পর বরিশালের সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সব মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

কবি হেনরী স্বপনের বাসায় গিয়ে ১১ মে রাতে কয়েকজন তাকে বরিশাল ত্যাগ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। হেনরী স্বপন নগরের নবগ্রাম রোডের খ্রিষ্টান কলোনির বাসিন্দা।

ক‌বি হেনরী স্বপ‌নের প‌ক্ষে আইনজীবী হি‌সে‌বে জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবা‌য়েদুল্লাহ, জ্যেষ্ঠ আইনজীবী মান‌বেন্দ্র বটব্যালসহ অন্য আইনজীবীরা জামিন শুনানিতে অংশ নেন।

এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে শাহবাগে মানববন্ধন হয়েছে। সেই মানববন্ধন থেকে তার মুক্তির জন্য ২৪ ঘণ্টার অল্টিমেটআম দাওয়া হয়।

Bootstrap Image Preview