Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গোমতী ও গোদাগাড়ি নৌরুট খননে বাংলাদেশ-ভারতের মধ্যে কানেক্টিভিটি বেড়ে যাবে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গোমতী নদী এবং রাজশাহীর গোদাগাড়ি নৌরুট খননের সার্ভে হয়েছে। পরবর্তীতে টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ি উক্ত রুটগুলো খনন করে চালু করা হবে। এতে করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেক্টিভিটি বেড়ে যাবে।

বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সাথে সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হাইকমিশনার গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং রাজশাহীর গোদাড়াড়ি নৌপথ খনন কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপথে এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে কার্যক্রম চলছে।

দিনাজপুরের বিরল এবং ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়টিও তাদের আলোচনায় স্থান পায়।

Bootstrap Image Preview