Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মার্কিন উসকানি নিয়ে জাপান সফরে কথা বলবে জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মধ্যপ্রাচ্যে মার্কিন উসকানিমূলক আচরণ নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে টোকিও সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ।

আজ (বৃহস্পতিবার) সকালে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকার সাম্প্রতিক উসকানিমূলক তৎপরতা নিয়ে ইরান তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে শলাপরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে তিনি জাপান সফরে গেছেন।

জারিফ বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে এবং জাপানি মন্ত্রীই ইরানের সঙ্গে মার্কিন উসকানি নিয়ে কথা বলতে চেয়েছেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ ভারতে দু’দিনের সফর শেষে বুধবার টোকিওর উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বেআইনি পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া অন্যতম। ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। এরপর তিনি ইরানের ওপর পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। আন্তর্জাতিক সমাজে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

Bootstrap Image Preview