Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসহ্য গরমেও ক্যামেরার সামনে শীতল রানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চারপাশ। রাজস্থানের কোটাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা। এমন অসহ্য গরমেও শুটিং করছেন বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। তার কমিটমেন্ট ইউনিটের সকলকে কাজে উৎসাহ জুগিয়েছে।

বর্তমানে ‘মারদানি-টু ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রানী। দিনের মধ্যভাগে রাজস্থানের এই প্রখর রোদে শুটিং করা খুবই কঠিন। সেখানে কুখ্যাত সন্ত্রাসীদের খুঁজতে রানীর তদন্তের দৃশ্য ও একটি চেজ সিক্যুয়েন্সের শুটিং করা হচ্ছে।

সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, এটি একটি দীর্ঘ চেজ সিক্যুয়েন্স। প্রচন্ড গরমের মধ্যে তারা একবারেই দৃশ্যটি ধারণের পরিকল্পনা করে। এখন পর্যন্ত বেশিরভাগ দৃশ্যই রানী একবারে সম্পন্ন করেছেন। এটির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কিন্তু যেহেতু এটি একটি চেজ সিক্যুয়েন্স, তিনি চাইছিলেন আরো কয়েকবার দৃশ্যটির শুটিং করতে। কারণ এতে করে ভিন্ন অ্যাঙ্গেলে দৃশ্যটি ধারণ সম্ভব হবে।

প্রচন্ড গরম ছিল এবং শুটিং ইউনিটের সকলে লক্ষ্য করছিলেন রানী ডিহাইড্রেড হয়ে পড়ছিলেন। কিন্তু প্রত্যেকবারই তিনি অসাধারণভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন। তার কমিটমেন্ট দেখে পুরো টিম অনুপ্রাণিত হয়েছে। শুটিং টিমের সদস্যরা এরকম গরমে অভ্যস্ত নয়, কিন্তু রানীর কমিটমেন্ট তাদের কাজে উৎসাহ জুগিয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানি’ সিনেমার সিক্যুয়েল এটি। যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘মারদানি-টু ’ সিনেমাটি পরিচালনা করছেন গোপি পুথরন। প্রথম সিনেমার মতো এটিতেও রানীকে পুলিশ সুপারিনটেনডেন্ট শিবানি শিবাজী রাও চরিত্রে দেখা যাবে।

Bootstrap Image Preview