Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিখ্যাত জ্যোতিষীর গণনায় বিশ্বকাপ জিতবে না ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০১:১৪ PM

bdmorning Image Preview


আর মাত্র ১৩ দিন পরই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের ১২তম আসর। কোন দল নিচ্ছে এবারের বিশ্বকাপ তা নিয়ে শুরু হয়ে গেছে কথার লড়াই। তবে এ নিয়ে একটা হিসেব কষেছেন ভারতের মুম্বাইভিত্তিক বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো।

ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের জন্মসালের উপর ভিত্তি করে একটি গণনা বের করেছেন। সেই গণনার ফল থেকে এসেছে এবারের বিশ্বকাপে ভারতের শিরোপা জেতার সম্ভাবনা নেই।

জ্যোতিষবিদ লোবো মতে,  ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে জন্ম নেওয়া অধিনায়কদের মধ্যেই একজন এবারের বিশ্বকাপ শিরোপা জিতবেন। এই সময়টায় ইউরেনাস এবং নেপচুন সবচেয়ে শক্তিশালি অবস্থানে ছিল।

এই সমীকরণে বিচারে উল্লেখিত সময়ে জন্ম হয়নি কোহলির। তাই বিশ্বকাপ জিততে কোহলির অনুকূলে গ্রহ-নক্ষত্রের থাকার কথা ছিল, সেগুলো নেই। 

এদিকে এবারের বিশ্বকাপে দলগুলোর অধিনায়কের মধ্যে ঐ সময়ে জন্ম নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ইয়ন মরগান আর পাকিস্তানের সরফরাজ আহমেদ। 

তবে সরফরাজ খান যেহেতু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তাই এবারে তার আর সুযোগ নেই। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে যেহেতু বিশ্বকাপ জয়ী পাঁচ জন ক্রিকেটার রয়েছেন তাই উক্ত গণনা তাদের বিপক্ষে যেতে পারে। 

বাকি থাকল ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান। লোবোর মতো,গ্রহ-নক্ষত্রের হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন মরগান। 

এদিকে বিশ্বকাপ জয়ের জন্য ভারতকে একটি রাস্তা বের করে দিয়েছেন লোবো। তিনি বলেছেন, কোহলির জায়গায় যদি রোহিত শর্মাকে অধিনায়ক করা হয় তাহলে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা থাকছে। কারণ রোহিতের জন্মসাল গ্রহ-নক্ষত্রের অনুকূলে। 

এখন লোবোর দেওয়া ভবিষ্যতবাণী সত্য হয় কিনা সেটা সময়ই বলছে। ৩০ মে থেকে শুরু হওয়া বিশ্বকাপ ৪৫ দিনের আসর শেষে সব প্রশ্নের উত্তর জানা যাবে।

Bootstrap Image Preview