Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৪ ভারতীয় হিন্দু চরমপন্থী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১১:৩২ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ১১:৩২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আওতাধীন কুটি বাজার এলাকা থেকে ৪ ভারতীয় হিন্দু চরমপন্থীকে অস্ত্র ও গোলা বারুদ সহ গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘরের নেতাজি নগরের শ্যামল দেবনাথের ছেলে স্বর্ণজিৎ দেবনাথ (২৩), উত্তর ত্রিপুরার ধর্মনগরের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী (৩২) বাদারঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার (৩১) ও আমতলীর রাজনগরের অবনী দাসের ছেলে বিমল দাস (৩৩)।

এসময় তাদের থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, দুটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোল, চার্জার, বুট জুতা, রেইনকোট ও হ্যান্ড গ্লাভসসহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়।

ভারতীয় হিন্দু চরমপন্থী গ্রেফতারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, গত কয়েকদিন ধরে কুটি বাজারের ‘মা প্লাজা’র ‘আলিফ হোটেলে’র ওপরে তিনতলার কক্ষে একসঙ্গে ছয়জন অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই কক্ষে অবস্থাকারীদের মধ্যে অস্ত্রসহ ভারতীয় নাগরিক রয়েছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বড় ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটাতে জড়ো হয়েছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে কসবা থানায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে।

মামলার অগ্রগতি জানার জন্য কসবা থানা ওসি আব্দুর মালেকের সাথে যোগাযোগ করা হয়ে তিনি বিডিমর্নিং কে জানান, বুধবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে উপস্থিত করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাঁদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে তারা আসলে কে বাংলাদেশে প্রবেশ করে ছিল এবং বাংলাদেশের কারো সাথে তাঁদের কোনো যোগাযোগ আছে কি না।

Bootstrap Image Preview