Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়ি, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউপিতে ৩০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। এ সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসহ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৫ মে) বিকেলে ৩০ মিনিটের ঝড়ে পুরো ইউপির ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়।

মদনপুর ইউপি চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন নান্নু জানান, বুধবার বিকেলে ৩০ মিনিটের ঝড়ে পুরো ইউপির ঘরবাড়ী লণ্ডভণ্ড হয়ে যায়। এতে এক জনের মৃত্যুসহ অনেক নারী-শিশু আহত হয়েছেন। এছাড়া বৈদ্যুতিক খুটি ও গাছ উপড়ে পড়ায় কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে।

নিহত আমির হোসেন ভোলা সদরের চর সামাইয়া ইউপির ১ নং ওয়ার্ডের বাসিন্দা। আহতরা হলেন- কবীর, বশীর, ফারুকসহ ১০ জন।

দৌলতখানের ইউএনও জীতেন্দ্র কুমার নাথ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

Bootstrap Image Preview