Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসল পুলিশের হাতে ৪ ভুয়া পুলিশ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চারজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছেন পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. জুবায়ের হোসেন (৩২), মো. জাকির হোসেন (৩৫), মো. আল আমিন বাহার (২৯) ও মো. দুলাল মোস্তফা (৫০)।

পল্টন মডেল থানা সূত্রে জানানো হয়, প্রতিদিনের মত কাপ্তানবাজার থেকে মুরগী ক্রয় করে বিক্রি করতে বের হয়েছিলেন মুরগী ব্যবসায়ী কামরুল ইসলাম। ১৫ মে, ২০১৯ ভোর অনুমান ছয়টায় জিপিও এর সামনে বাস হতে নামার সাথে সাথে ৪ জন এসে তাকে বলে “আমরা ডিবি পুলিশ, তোর কাছে অবৈধ জিনিস আছে। চল, স্যার গাড়িতে বসা আছে।” এই বলে তাকে বায়তুল মোকাররম মসজিদের উল্টো পাশে নিয়ে যায়। সেখানে একজন চাকু বের করে কামরুলের কোমরে ধরে বলে “ডাক চিৎকার করলে মেরে ফেলবো।” তখন তারা ওই ব্যবসায়ীর নিকট থাকা মুরগী ক্রয় করার ১২ হাজার টাকা নিয়ে নেয় এবং আরো ৫০ হাজার টাকার জন্য দুটি বিকাশ নম্বর দেয়। ওই ব্যবসায়ী তখন বাড়ি হতে আরো ২০ হাজার টাকা দিয়ে অনেক কাকুতি-মিনতি করে ছাড়া পায়।

এরপর কামরুল ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানায়। পল্টন মডেল থানা পুলিশ গুলিস্থানের বিভিন্ন স্থানে তল্লাশি করে মো. জুবায়ের হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্য মতে বেলা সোয়া চারটায় মো. জাকির হোসেন (৩৫), মো. আল আমিন বাহার (২৯) ও মো. দুলাল মোস্তফা (৫০) নামে আরো তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ব্যবসায়ীর নিকট হতে নেয়া ৩২ হাজার টাকা উদ্ধার করে পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Bootstrap Image Preview