Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোহলির কণ্ঠে ধোনির মুগ্ধতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


একদিনের দলে ধোনি আছেন বলেই বিরাট কোহলি চাপমুক্ত থাকেন। বারবার ধোনির প্রতি মুগ্ধতা ধরা পড়েছে বিরাটের গলায়। সামনেই বিশ্বকাপ। আর কিছুদিন পরেই ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ সময় সাংবাদ মাধ্যমের সামনে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন কোহলি।

বিরাট বলেন, '‌ধোনিকে নিয়ে নতুন করে আর কী বলব। আমার কেরিয়ার শুরু হয়েছিল ধোনির নেতৃত্বে। আমি সহ দলের অনেকেই ধোনিকে দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে দেখছি। ধোনি সবসময় দলের কথা ভাবে। এটাই মাহিকে বাকিদের থেকে আলাদা করেছে।'‌ 

এরপরই বিরাটের সংযোজন, '‌ধোনি থাকায় দলে অভিজ্ঞতা বেড়েছে। উইকেটরক্ষক ধোনি তো একাধিক উইকেট দলকে পাইয়ে দিয়েছে। উইকেটের পিছনে আজও ধোনি সমান ক্ষিপ্র।'‌ 

ধোনি সমালোচকদের একহাত নিয়ে বিরাট বলে গেলেন, '‌এটা দুর্ভাগ্যজনক। ধৈর্য কম মানুষের। এক একটা দিন খারাপ যেতেই পারে। ব্যাটসম্যান ধোনি তো বটেই। উইকেটরক্ষক ধোনি তো অমূল্য। ধোনি থাকলে আমি চাপমুক্ত থাকি।'‌ ভারতের বিশ্বকাপ দলে বিরাট ছাড়াও নেতা হিসেবে রয়েছেন ধোনি ও রোহিত। এই দুই ক্রিকেটারের পরামর্শ বিশ্বকাপে কাজে লাগাতে চান বিরাট। 

আইপিএল অধিনায়ক্ত নিয়ে কোহলি বলেন, '‌আইপিএলে অধিনায়ক হিসেবে দু'‌জনেই সফল। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার পিছনে দু'‌জনেরই বিরাট ভূমিকা রয়েছে। তাই আমি তো বলব টিম ইন্ডিয়ায় নেতার অভাব নেই।'‌

Bootstrap Image Preview