Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউএনও'র আকস্মিক বদলিতে ক্ষুব্ধ উপজেলাবাসী

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview


শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদকে আকস্মিকভাবে বদলি করে দেয়া হয়। এতে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন- 'প্রিয় ভেদরগঞ্জ, অনেক বেশি মিস করবো তোমায়'।

ইউএনও সাব্বির আহমেদ সততা, দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে উপজেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করে নেন। কিন্তু এই আস্থাভাজন কর্মকর্তার আকস্মিক বদলি এলাকার সকলের মনে প্রশ্নের তীর ছুঁড়ে দেয়। মাদক, জুয়া, বাল্যবিবাহ, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোসহীন ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

বিকাল ৪টা নাগাদ সাব্বির আহমেদ তার ফেসবুক প্রোফাইলে বদলির প্রজ্ঞাপন পত্রের ছবি আপলোড করেন, যা দেখে ভেদরগঞ্জের সাধারণ মানুষ মর্মাহত হয়ে পড়েন। এতে সবার ধারণা, অসৎ উদ্দেশ্যে সাধনের লক্ষ্যে কোন কুচক্রীমহল বিভিন্ন তদবির করে তাকে বদলি করেছে।

তার আকস্মিক এই বদলিতে এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধ বিস্তার লাভ করবে বলে সাধারণ মানুষ আশঙ্কা করছেন।

অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী অফিসারের তাৎক্ষণিক বদলিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তার বদলি বাতিলের জন্য সংশ্লিষ্টদের নিকট দাবি জানিয়েছেন।

Bootstrap Image Preview