Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হলো না লিটনের সেঞ্চুরি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে টাইগাররা। আজ নিয়মরক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছেন মাশরাফিরা। প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৬ ওভারে ১৭৭ রানে ২ উইকেট।

২৯৩ রানের জয়ের লক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাশ ১১৭ রানের জুটি গড়েন। দুর্দান্ত এই জুটিতে তামিম করেন ৫৭ রান। ১৭ ওভারের মাথায় তামিম ইন-সাইড আউটের শিকার হন। 

এরপর সৌম্যর বদলি খেলোয়াড় লিটন দাশ সাকিবের সাথে জুটি গড়ে সেঞ্চুরির লক্ষে এগিয়ে যেতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য তাঁর ৭৬ রানের মাথায়  ম্যাকার্থির বলে বোল্ড আউটের শিকার হন। 

এই দিন টাইগারদের হয়ে বল হাতে চমক দেখিয়েছেন আবু জায়েদ রাহী। ডান- হাতি এই পেসার নয় ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। এটি তাঁর আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং স্কোর। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং আবু জায়েদ রাহী।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলম, অ্যান্ডি বলবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ওব্রায়েন, মার্ক এডায়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র্যানকিন, ব্যারি ম্যাকার্থি এবং জশুয়া লিটল।

Bootstrap Image Preview