Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ৩ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের আগে ইনজুরি ধাক্কায় বেসামাল দক্ষিণ আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview


ঘরের দরজায় কড়া নাড়ছে ইংল্যান্ড বিশ্বকাপ। দিন যত ঘনিয়ে আসছে ক্রমাগত ইনজুরির ধাক্কায় বেসামাল হয়ে পড়ছে দক্ষিণ আফ্রিকা দল। ইনজুরি ঝড়ের শুরুটা দলের পেস বোলার এনরিক নরয়েকে দিয়ে শুরু হলেও আস্তে আস্তে এতে জড়িয়ে পড়েন ডেল স্টেইন ও রাবাদার মতো তারকা খেলোয়াড়রা।

চলতি বছর আইপিএল এ দিল্লী ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট পাওয়া রাবাদা দুর্দান্ত ফর্মে থেকেও পিঠের ইনজুরির কারণে আইপিএল অসমাপ্ত রেখেই দেশে ফিরে যেতে বাধ্য হন। অপরদিকে, মাত্র দুটি ম্যাচ খেলেই কাঁধের ইনজুরির কারণে দেশে ফিরে যান রয়াল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলতে আসা ডেল স্টেইন।

এছাড়াও আগে থেকেই চোটের সঙ্গে লড়ছিলেন দলের অপর তারকা খেলোয়াড় লুঙ্গি এনডিগি এবং ফর্মখড়ায় ভুগছিলেন দলের অন্যতম কাণ্ডারি অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা।

তবে এই দুর্দশাগ্রস্থ অবস্থায় থেকেও আশার বাণী শোনালেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ ওটিস গিবসন। তিনি বলেন, ‘এনরিক নরয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও দলের অন্য দুই সেরা বোলারের বিশ্বকাপ খেলার বিষয়ে আমি পূর্ণ আশাবাদী।’

‘আমাদের মনে হচ্ছে ইনজুরি থেকে সেরে ওঠার ক্ষেত্রে সঠিক পথেই রয়েছেন ডেল এবং রাবাদা। তাই সমর্থকদের ভয়ের কিছু নেই। এছাড়া বিশ্বকাপের পূর্বেই সবাই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারবে’ এমনটাই জানিয়েছেন ওটিস গিবসন।

এদিকে দলের ডানহাতি তারকা ব্যাটসম্যান হাশিম আমলার হাত থেকে গত দুই বছরে মাত্র দুটি শতক এবং চারটি অর্ধশতক আসায় হতাশ দলের সমর্থকরা। কিন্তু সে প্রসঙ্গেও আশাবাদ ব্যাক্ত করে কোচ বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে এর আগে গড়ে ৫৬.৭৩ রান করেছেন হাশিম আমলা। তাই বিশ্বকাপের আগে নিজস্ব প্রস্তুতি ব্যহত হতে পারে ভেবে ঘরোয়া সকল টি-টোয়ান্টি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হাশিম।’

প্রসঙ্গত, এবারের আসরের পছন্দের দলের বিষয়ে সরাসরি কিছু না বললেও এই প্রোটিয়া কোচ বলেন, সবকিছুই আবহাওয়ার ওপরে নির্ভর করবে। তবে আমার মনে হয় ইংল্যান্ড দল কিছুটা এগিয়ে রয়েছে।

Bootstrap Image Preview