Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সূর্য ডুবে গেছে ভেবে ইফতার করে নিলে কী হবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলছে পবিত্র রমজান মাস। মুসলমানর এই মাসে রোজা পালন করে। অনেক সময় সূর্য ডুবে গেছে মনে করে রোযাদার ইফতার করে নেওয়ার পর যদি জানা যায় যে, সূর্য এখনও ডুবেনি, তাহলে সঠিক মতে তার রোযা শুদ্ধ, তাকে কাযা করতে হবে না। কারণ, সে না জেনেই ইফতার করে ফেলেছে। আর অবস্থা (সময়) না জেনে রোযা নষ্টকারী জিনিস ব্যবহার করলে তার এ (না জানার) ওযর গ্রহণযোগ্য। 

হযরত আসমা বিনতে আবী বাকর (রা.) বলেন, ‘নবী (সা.)-এর যুগে একদা আমরা মেঘলা দিনে ইফতার করলাম। তারপর সূর্য দেখা গেল।’ (বুখারী ১৯৫৯, আবূ দাঊদ ২৩৫৯, ইবনে মাজাহ ১৬৭৪নং)

সুতরাং তারা সূর্য ডুবে গেছে মনে করেই দিনের বেলায় ইফতার করেছিলেন। অতএব অবস্থা বা সময় তাদের অজানা ছিল, শরয়ী নির্দেশ নয়। তাদের ধারণায় ছিল না যে, সে সময়টা দিনের বেলা। আর মহানবী (সা.) তাদেরকে সে দিনকে কাযা করতেও আদেশ দেননি। পক্ষান্তরে (উক্ত অবস্থায়) কাযা ওয়াজিব হলে তা শরীয়তরূপে পরিগণিত এবং তার বর্ণনা আজ পর্যন্ত সুরক্ষিত হত। অতএব তা যখন সুরক্ষিত নেই এবং সে ব্যাপারে কোনও নির্দেশ মহানবী (সা.) কর্তৃক বর্ণিত নেই, তখন মৌলিক অবস্থা হল, দায়িত্বমুক্ত হওয়া এবং কাযা না করা।

Bootstrap Image Preview