Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপারেশনের পর পেট থেকে বের হলো ১১৬ পেরেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:২১ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১১:২৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের রাজস্থানে ৪২ বছর বয়সী এক ব্যক্তির পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা। শুধু পেরেক নয়, পেট থেকে বের করা হয়েছে লোহার তার ও পাত। দেড় ঘণ্টা ধরে পর এসব ধাতব বস্তু বের করা হয়।

এ বিষয়ে চিকিৎসক ড. অনিল সাইনি জানান, পেটের পীড়া নিয়ে ভোলা শঙ্কর নামে ওই ব্যক্তি গত রবিবার (১২ মে) আমাদের কাছে আসেন। প্রথমে এক্স-রে করে ওই রোগীর পেটে পেরেক জাতীয় বস্তুর উপস্থিত টের পাওয়া যায়। নিশ্চিত হতে তাকে সিটি স্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্টেই সব পরিষ্কার হয়ে যায়।

স্থানীয় বুন্দি সরকারি হাসপাতালের এ চিকিৎসক আরও বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে অপারেশনের পর ১১৬টি পেরেকসহ আরও  কিছু ধাতব বস্তু ওই ব্যক্তির পেট থেকে বের করা হয়েছে। পেরেকগুলো দৈর্ঘ্যে ৬.৫ সেন্টিমিটার।

অপারেশনের পর ভোলা শঙ্কর সুস্থ আছেন, স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ড. অনিল সাইনি।

ভোলা শঙ্কর পেশায় মালির কাজ করেন, কিন্তু কিভাবে এসব পেরেক তার পেটে গেলো সে বিষয়ে পরিবারের লোকজনও কিছু বলতে পরেননি।

২০১৭ সালের জুলাইয়ে ৫৬ বছর বয়সী বদ্রিলাল নামের এক ব্যক্তির পেট থেকে ১৫০টি পেরেক উদ্ধারের অভিজ্ঞতার কথাও জানান এ চিকিৎসক।

 

 

Bootstrap Image Preview