Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষক সেজে কেএফসি’র খাবার খেয়ে ধরা বিশ্ববিদ্যালয়ছাত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৯:০৪ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বয়স ২৭ বছর। পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যেই খাবারের লোভে কেএফসির বিভিন্ন আউটলেটে গিয়ে সে বলত, গুণমান বিচারের জন্য কেএফসির হেড কোয়ার্টার থেকে পাঠানো হয়েছে তাঁকে। এই বলে বিভিন্ন আউটলেট থেকে টাকা ছাড়াই খাবার খেয়ে চলে যেত সে। গত এক বছর ধরে এই কাজ চালিয়ে যাওয়ার পর অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার। তবে ওই ছাত্রের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। সে দেশটির কাজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির বিভিন্ন আউটলেটে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে গুণমাণের বিচারক হিসাবে পরিচয় দিত সে। তারপর আউটলেট কর্মীদের বোকা বানিয়ে পছন্দের খাবার খেত মনের সুখে। গত এক বছর ধরে এই গল্পকে সম্বল করেই বিভিন্ন আউটলেটে হানা দিয়েছে সে।

এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় প্রথমবারের জন্য আপলোড করেন কেনিয়ার সাংবাদিক টেডি ইউগেনে। তারপরই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছে নেট দুনিয়া।

Bootstrap Image Preview