Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ইফতারে বাংলাদেশিদের মিলনমেলা

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০১:১২ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও স্পেনের মাদ্রিদে অন্যতম আঞ্চলিক সংগঠন বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতি স্পেনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতারও আলোচনা সভা ২০১৯।

সোমবার (১৩মে ) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের মেহমান খানা রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়।

মাদ্রিদে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার অনুষ্ঠান পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলনমেলায়।

এর পরে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ানের সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, বিশিষ্ট শিল্পপতি মনোয়ার হোসেন মনু, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন, ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মনু, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি হেমায়েত খান, বৃহত্তর রংপুরের জাকিরুল ইসলাম জাকি, ব্যাবসায়ী আবু বক্কর, সুরুজ্জামান সুরুজ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির উপদেষ্টা শেখ মোঃ ইসলাম, মোঃ সেন্টু খান জাফর, সুমন নূর, বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া, সহ সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রিপন, ফখরুল হাসান, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সহ সভাপতি মোঃ শাহীন,মোঃ আবু তাহের শেখ, তুহিন আহমদ কায়ূম, মোঃ স্বপন হোসেন, ব্যাবসায়ী মোঃ রবিন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রানা জয়নাল আবেদীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদুজ্জামান, পনির হাওলাদার, মাঈন উদ্দিন,আল মামুন ডালিম, সানুর মিয়া সাদ, আসাদ আলী, রবিউল ইসলাম, মোঃ বাবু, মোঃ রনক, এমদাদুর আমজাদ খান, গোলাম আহমদ।

অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিল দোয়া মাহফিল ও ইফতার। বিশ্ব শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ জহির আহমদ।
দোয়া মাহফিলের পরে ইফতারে বাংলাদেশি ঐতিহ্যবাহী ইফতারি আইটেম পরিবেশনা করা হয়।
এটি ইফতার অনুষ্ঠান হলেও এ অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আনুমানিক ২০০ জন এই ইফতারে  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview