Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘মোড়ে মোড়ে মূর্তি’ অপসারণে ওলামাদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


ভোলা জেলার বাপ্তা বাসস্ট্যান্ড রোড ও কালীবাড়ী মোড়ে ভাষ্কর্যের নামে মূর্তি স্থাপন করার প্রতিবাদে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি ভোলা হাটখোলা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে কালিনাথ রায়ের বাজার ও বাংলাস্কুল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

ভোলা জেলা জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা মুফতী ইয়াছিন নবীপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলটি করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ভাষ্কর্যের নামে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপিত মূর্তি অনতিবিলম্বে অপসারণ করতে হবে এবং ভোলার আর কোথাও নতুন করে ভাষ্কর্য বা প্রতিকৃতির নামে কোন প্রাণী, জীবজন্তু বা মানুষের মুর্তি স্থাপন করা যাবে না। প্রয়োজনে সে স্থানে বাংলাদেশের জাতীয় ফুল বা ফল অথবা ইসলামিক ভাষ্কর্য স্থাপন করা যেতে পারে।

এ সময় বিক্ষোভ মিছিল শেষে ভোলা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাকসুদুল আলম বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা তাজউদ্দিন ফারুকী, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মোরশেদ আলমসহ প্রমুখ।

Bootstrap Image Preview