Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নারী চিকিৎসকের মৃত্যু : স্বামীসহ তিনজন রিমান্ডে

নারী ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা থেকে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার স্বামী, শাশুড়ি ও শ্বশুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ডা. প্রিয়াংকার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে আদালতে তুলে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই আতিক। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা থেকে সিলেট পার্ক ভিউ ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত প্রিয়াংকার বাবা হৃষিকেশ দাস বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় প্রিয়াংকার স্বামী সিলেটের লিডিং ইউনির্ভাসিটির সাবেক শিক্ষক স্থপতি দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না দেবকে। ঘটনার দিন দুপুরে নগরের পল্লবী আবাসিক এলাকার বাসা থেকে তাদের আটক করা হয়।

নিহতের বাবা হৃষিকেশ তালুকদার বলেন, প্রিয়াংকা নগরীর পাঠানটুলার পনিটুলা এলাকার পল্লবী সি ব্লকের ২৫ নাম্বার বাসায় স্বামী ও তার পরিবারের সঙ্গে থাকতো। গত শনিবার রাতে সে ড্রয়িং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন হৃষিকেশ তালুকদার।

এ ব্যাপারে জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আগেই ডা. প্রিয়াংকার স্বামী-শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল। সর্বশেষ ডা. প্রিয়াংকার বাবার দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ডা. প্রিয়াংকার মৃত্যুকে রহস্যজনক মনে হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার আসল রহস্য জানা যাবে।

Bootstrap Image Preview