Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মঙ্গল গ্রহের বসতি দেখালো নাসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview


মঙ্গল গ্রহে মানুষের বাসস্থান কেমন হতে পারে তার কিছুটা ধারণা দিয়েছে নাসা। লাল গ্রহটিতে ভ্রমণে যাওয়া প্রথম মানবদের জন্য ৩ডি প্রিন্টেড বাড়ি উন্মোচন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

৩ডি প্রিন্টেড এই উল্লম্ব পডের নাম বলা হয়েছে ‘মারশা’। নতুন এই পডটি বানানো অনেক সহজ। এটি বানাতে মঙ্গল গ্রহের উঁচু নিচু ভূমিতে কোনো নির্মাতা রোভারও চালাতে হবে না। একটি স্থির রোভারের সঙ্গে ক্রেইনের মতো যুক্ত উল্লম্ব বাহু ব্যবহার করেই বানানো যাবে এটি-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

মঙ্গল গ্রহের তীব্র তাপমাত্রা ও আবহাওয়ায় টিকে থাকতে দুইটি খোলস দিয়ে নকশা করা হয়েছে ‘মারশা’। 

পডের মধ্যে চারটি তলায় ভাগ করে রান্নার সরঞ্জাম, ঘুমানোর খাট এবং অন্যান্য প্রয়োজনীয় আসবাব বসানো হয়েছে। আর সহজে ওঠানামার জন্য রয়েছে পেঁচানো সিঁড়ি।

পডের প্রতি তালায় অন্তত একটি করে জানালা রাখা হয়েছে, যা বাসিন্দাদেরকে ৩৬০ ডিগ্রি প্যানোরামা দৃশ্য দেখাবে। একদম ওপরে রয়েছে পানি ভর্তি ‘স্কাইলাইট’।

নভোচারীদেরকে সুস্থ রাখতে পৃথিবীর মতো আলো আনতে ‘সিরকাডিয়ান’ লাইটিং ব্যবহার করা হয়েছে এতে।

নতুন এই পডের নকশা করেছে নিউ ইয়র্কভিত্তিক ‘এআই স্পেসফ্যাক্টরি’ নামের এক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আমরা যেভাবে বসবাস করি পৃথিবীপৃষ্ঠের কাঠামো তার জন্য একটা জটিল ভূমিকা পালন করে।”

“মঙ্গল গ্রহে এই ভূমিকার গুরুত্ব আরও বেড়ে যায় কারণ সেখানে কাঠামো হলো মেশিন, যা আমাদের বাঁচিয়ে রাখবে।”

“মহাকাশ স্থাপত্যে প্রতিটি নকশার সিদ্ধান্তে অভিযানের সাফল্যে এর দারুন প্রভাব রয়েছে। অভিযানের চাহিদা অনুযায়ী কাঠামো হতে হবে।”

নাসা’র ৩ডি-প্রিন্টেড হ্যাবিটেট চ্যালেঞ্জের বিজয়ী দল হলো এআই স্পেসফ্যাক্টরি। শীর্ষস্থানের জন্য পাঁচ লাখ মার্কিন ডলার পুরস্কার পেয়েছে তারা।

স্বয়ংক্রিয় নির্মাণ ব্যবস্থার জন্য প্রশংসাও পেয়েছে দলটি। প্রায় কোনো মানুষের সহায়তা ছাড়াই ৩০ ঘন্টায় বানানো হয়েছে এটি।

নাসা’র চাপ, ধোঁয়া এবং ধাক্কা পরীক্ষার পর দেখা গেছে অন্যান্য কংক্রিটের চেয়ে এই পডের উপাদান বেশি মজবুত।

এর আগে ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে নাসা।

Bootstrap Image Preview