Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোযাদারকে ভুলে খেতে দেখলে যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


প্রশ্ন: রমযান মাসে অনেক সময় দেখা যায় কোনো রোযাদার ভুলে খাচ্ছেন বা পান করছেন। এসময় তার প্রতি অপর ব্যক্তির দায়িত্ব কী – যে তাকে দেখছে?

উত্তর: রমযান মাসে কোনো সুস্থ সবল লোককে ভুলে পানাহার করতে দেখলে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দিবে। তবে কোনো দুর্বল বা বৃদ্ধকে ভুলে পানাহার করতে দেখলে রোযার কথা স্মরণ না করানোই উত্তম।

(আলবাহরুর রায়েক ২/২৭১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৮৪; ফাতহুল কাদীর ২/২৫৫; ফাতাওয়া খানিয়া ১/২০৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩২২; আদ্দুররুল মুখতার ২/৩৯৫)

Bootstrap Image Preview