Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশদের মেরে ‘মাদক সেবনকারী’কে ছিনতাই করল এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হাত থেকে রাশেদ নামে এক আসামিকে ছিনতাই করে নিয়েছে স্থানীয় লোকজন। ওই সময় স্থানীয় লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

শনিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামের এম পি’র বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রাশেদকে না পেয়ে তার বাবা ছকর উদ্দিনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় হাতীবান্ধা থানা পুলিশ মাদক সেবনের অপরাধে ছকর উদ্দিনের পুত্র রাশেদকে (২২) আটক করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন জমাবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশের হাত থেকে আটক রাশেদকে ছিনতাই করে নেয়।

এ সময় স্থানীয় লোকজনের হামলায় হাতীবান্ধা থানার এএসআই আব্দুল মালেক ও পুলিশ সদস্য আব্দুল খালেক আহত হয়। খবর পেয়ে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

এ ঘটনায় রাশেদকে না পেয়ে তার পিতা ওই এলাকার সমসের আলীর পুত্র ছকর উদ্দিনকে আটক করে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview