Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিরল প্রজাতির ১২ ফুট লম্বা অজগর মিলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৭:৩৪ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটের স্লুইসগেট এলাকা থেকে অজগরটিকে আটক করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের নেতৃত্বে সাপটি উদ্ধার করে প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজগরটি প্রচণ্ড গরমে পাশের পাহাড় থেকে নিচে নেমে আসে। এলাকাবাসীরা কৌশলে অজগরটিকে উদ্ধার করে চবির প্যাগোডার কাছে বেঁধে রাখে।

পরে খোঁজ পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল অজগরটিকে উদ্ধার করে প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে যায়।

এ বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটি একটি ডার্ক পাইথন প্রজাতির অজগর। এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে উদ্ধার করে আমাদের বিভাগের ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পুরোপুরি সুস্থ হলে পরে এটিকে আমরা ছেড়ে দেবো।

অজগরটি হঠাৎ লোকালয়ে চলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, এদের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, এটি একটি কারণ হতে পারে। অথবা রাতের বেলায় খাবারের সন্ধানে এসে আটকা পড়ে গেছে।

Bootstrap Image Preview