Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় শিক্ষকদের লাঞ্চিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে স্কুলে বহিরাগত লোক এসে লাঞ্চিত করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১১ মে) সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘন্টা মতলব ফেরীঘাট-বেলতলী আঞ্চলিক মহাসড়কে টুল টেবিল জ্বালিয়ে  অগ্নিকাণ্ড করে অবরোধ করে রাখে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীরা জানায়, স্থানীয় ইছাখালী গ্রামের মোতাহার হোসেন বাচ্চু মেম্বারের ছেলে মাহাতাব হোসেন জিকু গত কয়েকমাস যাবৎ স্কুলে এসে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সহকারি শিক্ষক মো. জিয়াউল হক স্যারকে স্কুলে এসে লাঞ্চিত করেছে। তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। আমরা এই অপমানের বিচার চাই। 

'সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত স্কুলে ফিরে যাবো না' শ্লোগানে মিছিল করে এবং ক্লাস বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষক মো. জিয়াউল হক বলেন, গত কয়েকদিন যাবৎ জিকু স্কুলে এসে আমাদের সাথে আচরণ খারাপ করতে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার (৯ মে) অফিসে এসে টাকা চায়। তাকে টাকা না দেওয়ায় আমাকে ও প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালমন্দ করে ও লাঞ্চিত করেছে।

প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, আমরা এই ঘটনার আইনগত ব্যবস্থা নিবো। শিক্ষকদের অপমান শিক্ষার্থীরা সহ্য করতে না পেরে রাস্তায় নেমে গেছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করা চেষ্টা করছি।

এলাকাবাসী জানান, জিকু আগে থেকেই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এলাকার বিভিন্ন জনের কাছ থেকে সে চাঁদাবাজি করেছে। তাকে কিছু বললে দলীয় ভয় দেখায়।

খোঁজ নিয়ে জানা গেছে, জিকু ওই ঘটনার পর থেকেই বাড়িতে নেই। 

Bootstrap Image Preview