Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে আইপিএলের ভ্রাম্যমাণ জুয়ার আসর

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মানেই জুয়া খেলার সময় এমনটা বিস্ময়ের মধ্যে আজ আমাদের ভবিষ্যত প্রজন্মের যুব-সমাজ। চারিদিকে আইনশৃঙ্খলা বাহিনী শত তৎপরতার শত চেষ্টার পরও বন্ধ করা যাচ্ছে না এসব জুয়া খেলা ৷

বিশ্বের যে প্রান্তেরই খেলা কম বেশি তা ঘিরে থাকছেই জুয়ার আসর ৷ অন্যান্য খেলাকে ঘিরে এ আসর কম দেখা গেলেও ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলকে ঘিরে বেশ ভালভাবেই জমে উঠে জুয়ার আসর ৷

ওলিতে-গলিতে, চায়ের দোকান কিংবা ক্লাব ঘর প্রায় সব জায়গায় চোখে পড়ে কম বেশি এ জুয়ার আসর ৷ কারও কাছে পরিচিত এটা বাজি হিসেবে আবার কোথাও একে ব্যবহার করা হয় বেটিং হিসেবে ৷ এই টুর্নামেন্টকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলাসহ সারাদেশে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ জুয়ার আসর। 

এমনকি অনলাইনও বাদ পড়েনি এ আসর থেকে ৷ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এসব জুয়ারুদের জন্যে ৷ বিশ্বের বিভিন্ন স্থান থেকে জুয়ারুরা সেখানে বেট করে এবং টাকা লেনদেন করে বিভিন্ন ব্যাংকিং মাধ্যমে ৷ 

এসব অপকর্মে লিপ্ত হচ্ছে বর্তমান যুব সমাজ ৷ শুধু যুবকই নয়, রয়েছে স্কুল-কলেজের ছাত্রসহ মধ্য বয়সী শ্রমিকের কাজ করেন এমন ব্যক্তিদের নামও আছে জুয়াড়িদের লিস্টে ।

আইপিএল ম্যাচ চলাকালীন সময়ে খোশ মেজাজে কেউ চা খাচ্ছেন আবার কেউ কেউ দাঁড়িয়ে খেলা দেখছেন। এর সাথে চলছে খেলা নিয়ে আলোচনা-সমালোচনা ।

প্রতিবছর আইপিএলকে ঘিরে বেশ মাথাচাড়া দিয়ে ওঠে এই জুয়া খেলা। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও জমে ওঠে এ খেলা ৷ আর এই জুয়া খেলার নিয়মটাও হয় নানাভাবে। 

যেমন, খেলায় দলের হার-জিত, পরের বলে কত রান কিংবা ছয়-চার হবে কিনা, আবার আউট হবেন কিনা। এটা হল এক নিয়ম।

আবার, একটা বোলার কত উইকেট পাবে,  একটা ব্যাটসম্যান কত রান করতে পারবে, দলের মোট রান কত হতে পারে। পাশাপাশি কোন দল মোট কত রান করবে বা কত উইকেটের ব্যবধানে জিতবে ইত্যাদি। 

এক কথায় বলা যায়, প্রতি বলে, প্রতি উইকেটে, প্রতি ওভারে, মোট সংগ্রহসহ ছোট-খাটো প্রায় সব-বিষয় নিয়েই চলছে এঈ জুয়াড়িদের জুয়া। 

আর এই জুয়া খেলা থেকে পিছিয়ে নেই প্রত্যন্ত গ্রামাঞ্চলও। কম-বেশি জুয়া খেলার প্রবণতা সেখানেও দেখা যায় ৷ বিশেষ করে আইপিএল ঘিরেই এই প্রবণতা যেন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। 

আর এই জুয়া খেলা এখন জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, উঠতি বয়সের যুবকরা, বিভিন্ন পেশার চাকরিজীবীসহ ব্যবসায়ীরাও। 

সমাজের শ্রমজীবী মানষেরা, যারা দিন আনে দিন খায় তারাও এই জুয়ায় অন্তর্ভুক্ত রয়েছে আর এই জুয়া খেলা এই জুয়ার টানছে পড়ে হারাচ্ছেন সারাদিনের কষ্টের রোজগার করা সামান্য পুঁজি।

অপরদিকে, এই জুয়ার খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেকেই। যার কারণে আমাদের যুুুব-সমাজ জুুুয়া খেলার পুঁজি জোগাতে জোকে পড়ছে সমাজ বিরোধী চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে।  

একইসঙ্গে জুয়ার হার-জিতকে কেন্দ্র করে পারিবারিক কলহল ও সামাজিক অস্থিরতা দিন দিন বাড়ছে।

গত এপ্রিল মাসের ২৯ তাং রাজু আহমেদ নামে এক ব্যবসায়ী আইপিএলে হেরে বাসায় ফিরে তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে। যার ফলে তার স্ত্রী ৩দিন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থাকে। এছাড়া ও প্রতিদিনই বিজয়ী-পরাজিত দু'দল যুবকদের টাকা পরিশোধ নিয়ে মারামারি হচ্ছে অহরহ। 

Bootstrap Image Preview