Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেশাজীবী নারীদের নিয়ে গুগলের নতুন ইমোজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview


প্রায়ই নিত্যনতুন ইমোজি তৈরি করে অনলাইনে নতুনত্ব আনছে সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি এর ধারা পেশাজীবী নারীদের প্রতিনিধিত্ব করে এমন কয়েকটি ইমোজি আনল গুগল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

ইমোজি বিভিন্ন মেসেজিং অ্যাপে ব্যবহার করা হয়। স্টিকার বা স্মাইলির মতোই ইমোজি কাজ করে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে চ্যাট ও নানা ধরনের পোস্টে মন্তব্য হিসেবে ইমোজির জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।

সম্প্রতি ১৩টি নতুন ইমোজি বানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এ ইমোজিগুলোর বিশেষত্ব হচ্ছে, এগুলো বানানো হয়েছে পেশাজীবী নারীদের প্রতিনিধিত্ব করার জন্য।

যেকোনো ধরনের ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে এই ইমোজিগুলো ব্যবহার করা যাবে। ইমোজিগুলোতে বিভিন্ন পেশার পেশাজীবী নারীদের তুলে ধরা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, কৃষিকাজ, শিক্ষকতাসহ বেশকিছু পেশা রয়েছে। তবে অন্য বয়সী নারীদের তুলনায় তরুণীরা অনেক বেশি ইমোজি ব্যবহার করে থাকেন। সে কারণে এবারের ইমোজিতে তরুণীদের প্রাধান্যই বেশি।

এসব ইমোজি মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি লিঙ্গ বৈষম্যও দূর করবে বলে মনে করছে গুগল। সার্চ জায়ান্টটির পক্ষ থেকে এ ডিজাইনগুলো বানিয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম।

Bootstrap Image Preview