Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিওএইচএস থেকে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


ডিবি দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে রাজধানীর পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকা থেকে জালিয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহিনুর আলম (২৮), মো. সাহিদ আল ইসলাম (২৪), মো. সেলিম (২৩), মো. সেলিম হোসেন (৩৫) ও মো. জিবারুল ইসলাম (৩৬)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ড, কারা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মহিলা ও শিশু অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া সিল, বিভিন্ন ব্যাংকের মুড়িপাতা, বিভিন্ন প্রার্থীর চাকরির আবেদন, ভুয়া এ্যাডভোকেটের ভিজিটিং কার্ড, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।

১০ মে ২০১৯ সন্ধ্যা ১৮.০৫ টায় পল্লবী থানার ডিওএইচএস এর মেহজাবিন প্রোপার্টিজ প্রাঃ লিঃ অফিসে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview