Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসীদের গুলিতে আফ্রিকায় বাংলাদেশি তরুণ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ১১ মে ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সন্ত্রাসীদের গুলিতে ইমন হোসেন (২৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকায়  নিহত হয়েছেন।

নিহত ইমন হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারের ব্যবসায়ী ও কালিতারা এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।

ইমনের মৃত্যুর খবরটি শুক্রবার সকালে তার বন্ধু মোস্তাফিজুর রহমান বাবুর মাধ্যমে জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ইমনের পরিবারে বইছে শোকের মাতম।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইমন জীবিকার তাগিদে গত তিন বছর দক্ষিণ আফ্রিকায় যান। কিছুদিন চাকরি পরে কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি।

পরিবার সূত্র থেকে আরও জানানো হয়, কিছুদিন আগ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করলে ইমন টাকা দিতে অপারগত প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে মুখোশপরা সন্ত্রাসী দল ইমনের দোকানে হামলা চালিয়ে লুটপাট করতে থাকে। এসময় ইমন বাধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা ইমনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Bootstrap Image Preview