Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ১১ মে ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত হয়েছে ২ জন।

এছাড়া টাঙ্গাইলের দেলদুয়ারে সিএনজি-ট্রাক সংঘর্ষে সাবেক পুলিশ সদস্য, হবিগঞ্জের মাধবপুরে পাথরবাহী ট্রাকের ধাক্কায় একজন, ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে যুবক, রংপুরের মিঠাপুকুরে আলুবোঝাই ট্রাক উল্টে শ্রমিক, সিরাজগঞ্জে পিকআপভ্যান উল্টে হেলপার ও গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় হকার নিহত হয়েছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২ জনের মধ্যে একজন স্কুলছাত্রী ও অপরজন গৃহবধূ। শুক্রবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলের পেছন চড়ে উষা (১৪) নামে এক স্কুলছাত্রী তার চাচার সঙ্গে যাচ্ছিল। পথে শেহালা মাদ্রাসার নিকট শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়লে ভ্যানের চাপায় ঘটনাস্থলে মারা যায় সে।

উষা মথুরাপুর এলাকার আবদুল্লাহর মেয়ে। অপরদিকে দৌলতপুরের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় নিহত হন গৃহবধূ জহুরা খাতুন (৪০)। সকাল ৭টার দিকে দৌলতপুর-মিরপুর সড়কের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জহুরা উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সর্দারের স্ত্রী।

দেলদুয়ার (টাঙ্গাইল) : দেলদুয়ারে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত সাবেক পুলিশ সদস্যের নাম শহিদুল ইসলাম (৬০)। তিনি নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামের নাটু মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকালে আটিয়া ইউনিয়নের হিংগানগর কলাবাগান এলাকায় টাঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনায় শাখাইল গ্রামের সোনা মিয়া ও তার মেয়ে সোনিয়া গুরুতর আহত হন।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর সদরে শুক্রবার সকালে পাথরবাহী ট্রাকচাপায় নিহত ব্যক্তির নাম জুনায়েদ (৪০) বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল মহাসড়কের পাঁছপাড়ায় শুক্রবার ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত যুবক সবুজ মিয়া (৩০) নান্দাইল উপজেলার পাঁছপাড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত রামের কান্দা গ্রামের ইব্রাহীমের মেয়ে ফাতেমা ও ঝালুয়া গ্রামের শাহেদ আলীর ছেলে লিয়াকত আলী নান্দাইল হাসপাতালে ভর্তি রয়েছেন।

রংপুর : মিঠাপুকুর উপজেলার মাদারের হাট এলাকায় আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত শ্রমিক হাসান আলী (৪০) খোর্দ মহদীপুর এলাকার রমজান আলীর ছেলে। দুর্ঘটনায় আরও ৫ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ট্রাকটি আলু নিয়ে আমতলা থেকে আলীপুর নয়ারহাটের দিকে যাচ্ছিল। পথে মালতলা মাদারের হাটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পিকআপভ্যান উল্টে হেলপার শাহাদৎ হোসেন (৩২) নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রিগরিলা গ্রামের এহসান আলীর ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পিকআপভ্যানে থাকা আরও দুই ব্যবসায়ী। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ি-কড্ডা মোড়ের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় বাস চাপায় নিহত হকারের নাম ইউনুছ আলী (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার সদর থানার চয়দেবাদ এলাকার শমসের আলীর ছেলে। টাঙ্গাইলগামী ধলেশ্বরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠতে গিয়ে তিনি চাপা পড়েন।

Bootstrap Image Preview