Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলিন্ডারে ৭০ বোতল ফেন্সিডিল পাচার করার সময় আটক ২

সোহেল রানা, হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ১০ মে ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


হিলিতে গ্যাস সিলিন্ডারের ভিতর করে পাচার করার সময় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার বন্দরের চারমাথা মোড় নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, কিছু মাদক চোরাকারবারী পাঁচবিবি থেকে মাদক নিয়ে পাচারের উদ্দ্যেশে বগুড়ায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা চারমাথা নামকস্থানে ওতপেতে থাকে, এসময় পুলিশের সন্দেহ হলে একটি ভ্যানগাড়ী দাঁড় করিয়ে গ্যাস সিলিন্ডারের পিছনের দিকে কাটা চিহ্ন দেখতে পায়। পুলিশের সন্দেহে থানায় নিয়ে একটি গ্যাসের চুলা, ওই সিলিন্ডারের ভিতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করে। 

আটকৃতরা হলেন,জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে দুলাল হোসেন (৫৫) এবং একই উপজেলার আটাপাড়া গ্রামের মৃত পরান শেখের ছেলে মহির উদ্দিন (৫০) আটক করে পুলিশ।

Bootstrap Image Preview