Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিক্সাচালকের ছেলে পেল জিপিএ-৫ 

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ১০ মে ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে রিক্সাচালক দুলাল মিয়ার ছেলে মুমিন আহমদ লালন (১৮) অদম্য মেধাবী। দরিদ্রতাকে হার মানিয়ে এবারের দাখিল পরীক্ষায় স্থানীয় মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে।  

অভাব যাদের নিত্য সঙ্গী, দরিদ্র যাদের মাথা তোলে দাঁড়াতে দেয়না সেই পরিবার থেকে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে রিক্সাচালক বাবার সন্তান লালন।  

বাবা রিক্সা চালান এবং বড়ভাই একটি ফুড বেকারীতে সামান্য বেতনে চাকরি করে মুমিন আহমদ লালন ও তার ছোটভাই তৃতীয় শ্রেণির ছাত্র রাজু আহমদ মিলনের লেখাপড়ার খরচ চালিয়ে অভাব-অনটনের সংসার কোনমতে চলছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে কলোনীর ছোট্ট একটি টিনের ঘরে ৫ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করছেন রিক্সা চালক দুলাল মিয়া।  

দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মুমিন আহমদ লালন বলেন, তার স্বপ্ন লেখাপড়া করে উচ্চ শিক্ষাগ্রহণ করে একজন শিক্ষক হবেন।   

উল্লেখ্য, সোমবার (৬ মে) সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। 

Bootstrap Image Preview