Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, জানুয়ারী ২০২১ | ৪ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল মহাসড়কের পাছঁপাড়া নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আরও ২ জন আহত হয়। 

শুক্রবার (১০ মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।  

জানা যায়, শুক্রবার সকালে এ সড়ক দুর্ঘটনায় নান্দাইল উপজেলার পাঁছপাড়া গ্রামের মোবারক মিয়ার পুত্র সবুজ মিয়া (৩০) নামে ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত হয়। এসময় আহত রামের কান্দা গ্রামের ইব্রাহীমের মেয়ে ফাতেমা ও ঝালুয়া গ্রামের শাহেদ আলীর পুত্র লিয়াকত আলীকে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক বা ইজিবাইক চালক কাউকে আটক করা যায়নি। 

 

Bootstrap Image Preview