Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে পুলিশের উপর মাদক ব্যবসায়ীর হামলা, ইয়াবাসহ আটক

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরের দোলাপাড়ায় একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসান আলীকে আটক করা হয়েছে। এসময় আটক হাসান আলীর কাছ থেকে ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করার সময় চার পুলিশ সদস্যের উপড় হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনরা।  

বৃহস্পতিবার (৯ মে) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। 

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই নুর আমিন, শওকত আলী, আবুল কালাম আজাদ ও গনেশ রায়।

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাসান আলীকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। এসময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ সদস্যরা আটক করে। আটকের পর অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে হাসানকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়।

পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশের ওপর হামলাকারী লিটন হোসেনকে আটক করে। পুলিশ মাদক ব্যবসায়ী হাসানের শরীরে তল্লাশী চালিয়ে ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

Bootstrap Image Preview