Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেখানে পাওয়া যায় এক টাকার ইফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাস্তার পাশে ইফতার সামগ্রী হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন যুবক। পাশেই একটা ব্যানারে লেখা পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘১ টাকার ইফতার’। সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ‘ইয়ুথ স্কয়ার বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এমন আয়োজন করেছে। 

বৃহস্পতিবার (৯ মে) এমন দৃশ্য দেখা গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ত পৌরশহর মাওনা চৌরাস্তায়।

ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক সোহাগোজ্জামান জানান, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি। গত রমজানেও একদিন এই কর্মসূচি করেছিলাম। এ বছর চাঁদা তুলে সংগঠনের সদস্যদের নিয়ে পুরো রমজানে ইফতার সামগ্রী দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনী ও খেজুর। প্রতি প্যাকেট এক টাকার বিনিময়ে দেয়া হলেও সেই টাকা দিয়েই আবার ঈদের সময় সুবিধাবঞ্চিতদের মধ্যে জামা-কাপড় বিলি করা হবে বলে সংগঠনটির সদস্যরা জানিয়েছেন।

এদিকে মাত্র এক টাকায় ইফতার সামগ্রী পেয়ে বেশ খুশি অসহায় সুবিধাবঞ্চিত মানুষ।

 

Bootstrap Image Preview