Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবি'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


বিড়ির ওপর বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার ও এ শিল্পের সাথে জড়িতদের বেকারত্বের হাত থেকে বাচাঁতে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড়ি ভোক্তারা।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বাসভবন সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংসদ উপনেতার প্রতিনিধির হাতে স্বারকলিপি তুলে দেন তারা।

মানববন্ধনে বিড়ির উপর অর্পিত কর প্রত্যাহার, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, বিদেশি সিগারেট বাংলাদেশে বিক্রি বন্ধ করা, বাজেটে বিড়ি ও সিগারেটের ওপর আরোপিত কর বৈষম্য দূরকরাসহ ৭ দফা দাবি তুলে ধরেন বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. সাইফুল ইসলাম।

Bootstrap Image Preview