Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পঞ্চগড়ে পলাশ হত্যার প্রতিবাদে মানববন্ধন

মু. আবু নাঈম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


পঞ্চগড় জেল হাজতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা বারের আইনজীবি এ্যাডভোকেট পলাশ কুমার রায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করে সংগঠনটি।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা জেলের ভিতর পলাশকে হত্যাসহ এর সাথে জড়িত সকলের বিচার চায়। 

এসময় উপস্থিত ছিলেন, নিহত এ্যাডভোকেট পলাশ কুমার রায়ের মা মীরা রাণী, জাসদের সুবাস চন্দ্র রায়, উদীচির সভাপতি সপিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক করে জেলাহাজতে প্রেরণ করা হয় পলাশ কুমারকে। এর পর গত ২৬ এপ্রিল সেই জেলের ভেতরই অগ্নিদগ্ধ অবস্থায় কারারক্ষীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও শরীরের ৪৭ শতাংশ পুড়ে যাওয়ায় রংপুর মেডিক্যল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কিন্তু ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বার্ন ইউনিটেই মৃত্যু বরণ করে পলাশ কুমার রায়।

Bootstrap Image Preview