Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসক হতে চায় ভ্যান চালিয়ে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৪:৪৬ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফরিদপুরের নগরকান্দা উপজেলায়  ভ্যানচালক সাকিব শেখ চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের আজমত শেখের ছেলে। 

সাকিব শেখ তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে হতদরিদ্র দিনমজুর পরিবারে জন্ম নিয়ে পড়াশুনার পাশাপাশি জীবিকা উপার্জনের জন্য ভ্যান চালায়।

জানা যায়, সাকিবের হতদরিদ্র পিতা আজমত শেখ একজন দিনমজুর। বসতবাড়ির ৫ শতাংশ জমি ছাড়া সহায়-সম্বল বলতে তাদের আর কোনো স্থাবর সম্পদ নেই। পরিবারে তার মা ছাড়াও আরও এক ভাই ও বোন রয়েছে।

সাকিবের বাবা আজমত শেখ জানায়, পরিবারের সবার চাহিদা পূরণ করা তার পক্ষে সম্ভব হয় না। তাই ছেলেকেও উপার্জনের পথে নামাতে বাধ্য হন। তবে উপার্জনের পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে আসছে। ছেলের এই সাফল্যে তিনি দারুণ খুশি।

সাকিব জানায়, সে ভবিষ্যতে আরও পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে সে একজন ভালো চিকিৎসক হতে চায়। যাতে তার মতো হতদরিদ্রদের সেবা করতে পারে। সাকিবের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এজন্য সকলের দোয়া ও সহায়তা কামনা করেছে তার পরিবার।

Bootstrap Image Preview