Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলোতে ৪২৩ জোড়া বেঞ্চ বিতরণ

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় ১৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রে ৪২৩ জোড়া উঁচু-নীচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)'র সহায়তায় এবং উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠান প্রধানদের নিকট এসব বেঞ্চ বুঝে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম,সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ্, উপজেলা উন্নয়ন সমন্বয়ক (জাইকা প্রকল্প) বিভা রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

৪২৩ জোড়া বেঞ্চের মধ্যে ডিমলা আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ জোড়া, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩৮ জোড়া, ডিমলা বিএমআই স্কুল এ্যান্ড কলেজে ৩২ জোড়া, ডিমলা ফাজিল মাদ্রাসায় ২৭ জোড়া, ডিমলা সরকারি মহিলা কলেজে ৪২ জোড়া, খগাখড়িবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে  ৪০ জোড়া, নাউতারা গার্লস স্কুল এ্যান্ড কলেজে ৪০ জোড়া, নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, ছোটখাতা বহুমুখী ফাজিল মাদ্রাসায় ৩২ জোড়া, ডালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে  ২০ জোড়া, সোনাখুলি হাজী জহরতুল্লা উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, মাস্টারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, ছাতনাই কলোনী উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া ও টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া প্রদান করা হয়। 


 

Bootstrap Image Preview