Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থী কম বলে বিদ্যালয়ে ভর্তি করানো হলো ভেড়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview


একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৬১ জন। তবে বিদ্যালয় সচল রাখতে এই সংখ্যা উপযুক্ত বলে শিক্ষার্থী হিসেবে ১৫টি ভেড়াকে নিবন্ধন করানো হয়েছে।

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার ওই বিদ্যালয়টিতে গত মঙ্গলবার ভেড়াগুলো নিবন্ধন করায় শিক্ষার্থীদের অভিভাবকরা।

জানা যায়, বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। তাই বিদ্যালয় বন্ধ হওয়ার উপক্রম। আর বিদ্যালয় পরিপূর্ণ রাখতে শিক্ষার্থী হিসেবে ভর্তি করা হয়েছে ১৫টি ভেড়াকে।

স্থানীয় এক খামারির ৫০টি ভেড়া থেকে ১৫টিকে বাছাই করে তাদের জন্ম সনদ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী হিসেবে নাম নিবন্ধন করানো হয়।

অদ্ভুত এ কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকরা জানান, বিষয়টি প্রতীকী। ভেড়াকে তো আর পাঠদান করানো হবে না। তবে প্রাথমিক থেকে যেভাবে শিক্ষার্থী ঝরে পড়ছে, সেই বিষয়টি তুলে ধরতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

স্থানীয় মেয়র জিন লুইস ম্যারেট বলেন, শিক্ষা বিষয়ে প্রচারণা বাড়াতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিতে এসব ভেড়াকে বিদ্যালয়ে আনা হয়েছে। এদের আগমনে স্কুলের ছেলেমেয়েরা ভীষণ খুশি।

Bootstrap Image Preview