Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশকে কুপিয়ে পালালো আসামি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুরের কালীগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া গ্রামের কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ও মোনছের হোসেন একাধিক মাদক মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি আল-আমিনকে ধরার জন্য তার বাড়িতে যান। এ সময় আল-আমিনের ছোট ভাই আলমগীর হোসেনকে বাড়ির সামনে পেয়ে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে তার ভাই বাড়িতে নেই বলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।

এরপর তাদের ঘরের ভেতরে ঢুকে আল-আমিনকে ধরে ফেলে পুলিশ। এ সময় তার মা সাবিনা ইয়াসমিন, বাবা কবির হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এএসআই শাহিনুরকে। আল আমিন ও তার ছোট ভাই আলমগীরও ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা এএসআইকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া ও পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, এএসআই শাহিনুরের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। আল আমীন পরোয়ানভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

Bootstrap Image Preview