Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক, অস্ত্রসহ ৮৫ সিমকার্ড উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল দেশীয় অস্ত্রসহ বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ সৈয়দ হাওলাদারকে (৩০) আটক করেছে।

মঙ্গলবার (৭ মে) সকালে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় এই সদস্যকে আটক করা হয়। সৈয়দ হাওলাদার মিয়াপাড়া গ্রামের সামসুদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ট্যাবলেট ফোন ২টি, মোবাইল ফোন ১৬টি, সিমকার্ড ৮৫টি, দেশীয় ধারালো রামদা ১২টি ও দেশীয় তৈরি বাটবিহীন বল্লমের ১১টি ফলা উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের কাছে থেকে জানা যায়, আসামি একজন পেশাদার বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ বিকাশ প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছে।

আসামিকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview