Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে এক মণ ধানের দামে একজন শ্রমিকের মজুরি

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


এক মণ ধানের দামে একজন শ্রমিকের মুজুরী দিলেও শ্রমিক সংকটে পড়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষকরা। চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে থাকায় ধান কাটা পিছিয়ে পড়ছে। এতে করে কৃষকরা চরম হতাশায় ভোগছে। দিনের আবহাওয়া পরিবর্তনে বৃষ্টি-ঝড় হলে তলিয়ে যেতে পারে মাঠের পাকা ধান।

উপজেলার ১৩টি ইউনিয়নেই চলছে বোরো ধান কাটার মৌসুম। তবে শ্রমিক সংকট থাকায় কৃষক পরিবারের লোকজন ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও ধান কেটে ঘরে তুলতে কাজ করছে। দিন দিন শ্রমিকের মুজুরি বৃদ্ধি পাওয়ায় এক মণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের মজুরির মিলছে না।

উপজেলার ঝালুয়া বাজার কমলার হাটে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা গৃহস্থের কাছে বেশি টাকা মজুরি আবদার করছে। একজন শ্রমিকের দুই বেলা খাবারসহ দৈনিক মজুরি দিতে হচ্ছে ৫ থেকে ৬শত টাকা। অন্যান্য খরচসহ কৃষকের ধান কাটা ও মাড়াইয়ে প্রতি মণে খরচ হচ্ছে প্রায় ৮০০ টাকা। অথচ বর্তমান বাজারে ধান বিক্রি হচ্ছে ৫শত থেকে ৬৫০ টাকা মণ।

গাংগাইল ইউনিয়নের কৃষক শফিকুল ইসলাম, সালাম ও মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃষক এরশাদ শেখ, ও রাজগাতি ইউনিয়নের কৃষক মজিবুর রহমানসহ অনেকেই জানান, বর্তমানে ধানের বাজার মূল্য অন্যান্য বছরের চেয়ে অনেক কম থাকায় আমাদের লোকসান গুণতে হচ্ছে। প্রতিমণ ধান আবাদে খরচ হচ্ছে ৮শত থেকে ৮৫০টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৫শত থেকে ৬শত টাকা।

এতে করে লাভের চেয়ে লোকসানেই বেশি হচ্ছে। এভাবে যদি শ্রমিকের মজুরি বৃদ্ধি পেতে থাকে তাহলে ভবিষ্যতে বোরো আবাদ চাষ করা বন্ধ করে দিতে হবে । 

 

Bootstrap Image Preview