Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনালে লালমনিরহাটের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬৮ শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক। 

তিনি জানান, চলতি বছর জেলায় এসএসসিতে ১৬ হাজার ২১৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৫০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন। পাসের হার শতকরা ৮৩ দশমিক ২৫ জন। দাখিলে ২৪ হাজার ১২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৯৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। শতকরা পাসের হার ৮২ দশমিক ৭ জন। 

এসএসসি ভোকেশনালে ১ হাজার ৪৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। শতকরা পাসের হার ৭৬ দশমিক ৭ জন। দাখিল ভোকেশনালে ৫৭ শিক্ষার্থীর মধ্যে ৩৬ জন পাস করলেও জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৬০ দশমিক ৫৭ জন।  

এসএসসি, দাখিল, ভোকেশনালে লালমনিরহাটের ৫টি উপজেলায় মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলেও জানান তিনি। 

Bootstrap Image Preview