Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেদরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের চাবি হস্তান্তর

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের ভেদরগঞ্জ চরসেনসাস ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মিত গুচ্ছ গ্রামে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে।  

সোমবার (৬ মে) দুপুর ১২ দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১২০টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন শরীয়তপুর জেলার প্রশাসক মো. আবু তাহের।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্ব চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার শাহ মোহাম্মদ শাখাওয়াত হোসন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদ উদ্দীদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবির।

স্বাগত বক্তব্য রাখেন- স্থানীয় চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী।

সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন- হালিমা বেগম ও মনির হোসেন। 

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বিভিন্ন গ্রামে অসহায় গৃহহীন মানুষের তালিকা প্রস্তত করছি। তাদের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। মাথা গোজার ঠাঁই পেয়ে গৃহহীন এ মানুষগুলো খুশি হয়েছে। 

Bootstrap Image Preview