Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাপুয়া নিউগিনিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ০৭ মে ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview


শক্তিশালী ৭.২ মাত্রার  ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। ভূকম্পের কেন্দ্র ছিল মাটি থেকে ১২৭ কিমি গভীরে। বুলোলো শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর পশ্চিমে।

আজ মঙ্গলবার ভোরে ৭টা ২০ মিনিটের দিকে শক্তিশালী এই ভূকম্পন অনুভূত হয়।

পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মরেসবিতেও কম্পন অনুভূত হয়। একই দিনে দ্বিতীয় বার কাঁপল পাপুয়া নিউগিনি। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে সোমবার দুপুর ২টা ১৩ মিনিটে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পানগুয়ানা। শহর থেকে ৭৬ কিমি পশ্চিমে ও মাটি থেকে ৫৯ কিমি গভীরে ছিল এর উৎস। এই কম্পনেও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Bootstrap Image Preview