Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১১:০০ AM
আপডেট: ০৭ মে ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে।

সোমবার (৬ মে) বিকেলে শহরের ব্যাপারীপাড়ার একটি গুদামে নামানোর সময় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাব এ অভিযান চালায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, রমজানে গত বছরের মেয়াদউত্তীর্ণ খেজুর শহরের ব্যাপারীপাড়ায় একটি গুদাম ঘরে বিক্রির জন্য নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় অভিযান চালানো হয়।

এসময় ট্রাকসহ সাড়ে ১০ হাজার কেজি খেজুর জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ এই খেজুর যশোরের একজন ব্যবসায়ী ঝিনাইদহ শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করার জন্য পাঠিয়েছে বলেও জানান তিনি।

অভিযানে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর সেনেটারী ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। 
 

Bootstrap Image Preview