Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ০৭ মে ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে।

সোমবার (৬ মে) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে।

এসময় তাদের গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়।

অপরদিকে, বিকেলে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র উল্লাস নিহত হয়। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে নিহতের স্বজনরা জানায়, ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে জনৈক টিএসআই গাড়ির কাগজপত্র যাচায় করার উদ্দেশ্যে তাদেরকে দাড়াতে বললে তারা ভয় পেয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। তাদের গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়। 
 

Bootstrap Image Preview