Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা তিনবার এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


ঢাকার ধামরাইয়ে সোমবাগ ইউনিয়নের চাপিল গ্রামে এসএসসি পরীক্ষায় তিনবার অকৃতকার্য হওয়ায় ফারজানা আক্তার (১৯) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৬ মে) দুপুর ২টার দিকে চাপিল গ্রামে ছাত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ধামরাইয়ের চপিল গ্রামের ফারুখ হোসেনের মেয়ে। সে শৈলান সুরমা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো।

পুলিশ জানায়, মৃত ফারজানা আক্তার ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে দু’বারই গণিতে ফেল করেছিলো। ২০১৯ সালেও একই বিষয়ে পরিক্ষা দিলে তৃতীয়বারের মত ফেল করায় গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লতিফ জানান, ধারণা করা হচ্ছে পর পর তিনবার ফেল করায় অভিমানে সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview